রাজশাহী মেডিকেলে কয়েদির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর নাম বজলুর রহমান (৬৫)। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

বজলুর বাড়ি পাবনার সাথিয়া উপজেলায়। আজ শনিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বজলুর রহমানকে পাবনা কারাগার থেকে রাজশাহী কারাগারে আনা হয়। ওই দিনই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের প্রিজন সেলে তাঁর মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদুর রহমান বলেন, তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।