তিতুমীর কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মজিবর রহমান (এস এম সাইমন)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মজিবর রহমান (এস এম সাইমন)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বন্ধুরা বলছেন, মৃত্যুর আগে এস এম সাইমন নামের ফেসবুকে আইডিতে ওই শিক্ষার্থী আত্মহত্যার ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেন।

ওই শিক্ষার্থীর নাম মো. মজিবুর রহমান ওরফে সাইমন (২৩)। শনিবার রাত আটটার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মুজিব কুমিল্লার লাকসাম উপজেলার কাগৈইয়া গ্রামের এস এম ইহসাক মিয়ার ছেলে। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দরজার ছিটকিনি ভেঙে ১৩৫/ডি, দক্ষিণ কমলাপুরের ওই বাসায় পুলিশ ঢোকে। সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মজিবুর রহমানের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

মজিবুর রহমানের বন্ধুরা বলছেন, শনিবার বিকেল ৩টা ৫৪ মিনিটে মজিবুর ফেসবুকে স্ট্যাটাস দেন। যেখানে তিনি ‘আত্মহত্যার’ ইঙ্গিত দেন।