প্যারোলে মুক্তি আদৌ প্রয়োজন কি না, সেটাও দেখতে হবে: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ (ফাইল ছবি)
হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির নেই। তিনি বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করলেই যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, বিষয়টি সে রকম নয়। প্যারোলে মুক্তি আদৌ প্রয়োজন আছে কি না, সেটাও দেখতে হবে। কারণ, তিনি বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো বহু পুরোনো, সেই সমস্যাগুলোকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার বহু চেষ্টা করেছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রীর বাবা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা পিপি আইনজীবী নুরুচ্ছাফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।

স্মরণসভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংসদ সাইমুম সরোয়ার, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিনসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রথমত খালেদা জিয়ার পরিবার কিংবা তাঁর দল কোনোটার পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়নি। তাঁরা মুক্তির কথাটা বলছেন টেলিভিশনের সামনে ও গণমাধ্যমে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, পরিবারের পক্ষ থেকে প্যারোলে হলেও তাঁর মুক্তি চাই।’

তথ্যমন্ত্রী বলেন, প্যারোল হচ্ছে বিশেষ ব্যবস্থায় মুক্তি। বিভিন্ন বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এটি কোনোভাবেই আইনের মাধ্যমে মুক্তি নয়, এটি একটা প্রশাসনিক ব্যবস্থা। কারও নিকটাত্মীয়স্বজন মৃত্যুবরণ করলে বা অন্য কোনো বিশেষ কারণে নানা সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়।

হাছান মাহমুদ বলেন, তাদের দল বারবার বলছে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। গত ১১ বছরে বিএনপির পক্ষে কোনো আন্দোলন করা সম্ভবপর হয়নি। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার কোনো ক্ষমতা বিএনপির নেই। খালেদা জিয়া কোনো রাজবন্দী নন। তাঁকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তবে৵ কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রয়েছে। আইনজীবীরা যুক্তিতর্কের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজকে পরিশুদ্ধ করতে হবে।