লাল টিউলিপে আনন্দ ফজিলাতুনের

ফজিলাতুন প্রধানের বাড়ির আঙিনায় ফুটেছে টিউলিপ ফুল। গতকাল নীলফামারী শহরের সবুজপাড়া মহল্লা থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলো
ফজিলাতুন প্রধানের বাড়ির আঙিনায় ফুটেছে টিউলিপ ফুল। গতকাল নীলফামারী শহরের সবুজপাড়া মহল্লা থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলো

নীলফামারীতে প্রথমবারের মতো ফজিলাতুন প্রধানের (৬০) বাগানে টিউলিপ ফুল ফুটেছে। এ নিয়ে আনন্দিত শৌখিন এই ফুলবাগানের মালিক।  

ফজিলাতুন প্রধান গৃহিণী। অবসরে ফুলবাগানে সময় দেওয়াই তাঁর নেশা। শহরের সবুজপাড়া মহল্লার মো. সফিউল হক প্রধানের স্ত্রী তিনি। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী।

 গতকাল রোববার দুপুরে তাঁর বাসায় গিয়ে দেখা গেল, বাসার আঙিনায় করা বাগানে গোলাপ, ডালিয়া, গাঁদাসহ নানা প্রজাতির ফুলের সঙ্গে টিউলিপ ফুটেছে। টিউলিপ ফুল দেখতে আসছেন প্রতিবেশী অনেকে। ফুলটি এই জেলায় প্রথম বলেও মন্তব্য করেন অনেকে। 

কথা বলে জানা গেল, গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে ফজিলাতুন নিজের বাগানে ২০টি টিউলিপ ফুলের বীজ বপন করেন। ওই বীজ থেকে গজানো চারা থেকে এখন পর্যন্ত ১৭টি ফুল ধরেছে। প্রায় ১০ দিন আগে থেকে ফুলগুলো ফুটতে থাকে।

 এ বিষয়ে বাগানমালিক ফজিলাতুন প্রধান বলেন, ‘আমি ছোটবেলা থেকে প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসী। সেই থেকে সংসারের কাজের ফাঁকে নিজের হাতে ফুলের বাগান করি। নিজের করা বাগানে ফুলের মাঝে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে।’ 

ফজিলাতুন আরও বলেন, ‘আমার একমাত্র জামাতা কৃষিবিদ জিয়াউল হক কানাডার টরন্টোতে থাকেন। মেয়েসহ তাঁরা গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশে আসেন। আসার সময় পেঁয়াজের মতো দেখতে ২০টি টিউলিপ ফুলের বীজ আমাকে এনে দেন। আমি বীজগুলো ফ্রিজে রেখে দিই। নভেম্বর মাসের শেষের দিকে শীত বেশি হলে আমি আমার অন্য ফুলের সঙ্গে বীজগুলো বাগানে রোপণ করি। অল্পদিনের মধ্যে গাছ হয়। প্রায় ১০ দিন আগে ফুল ফুটতে শুরু করে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। ফোটার প্রথম সাত দিন ফুলগুলো খুবই সুন্দর থাকে। এরপর রং পরিবর্তন হতে থাকে।’ 

ফজিলাতুনের স্বল্প পরিসরের শখের বাগানে টিউলিপ ছাড়াও রয়েছে নানা প্রজাতির গোলাপ, গাঁদা, নাইট কুইন, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যাকটাস প্রভৃতি ফুল। টিউলিপ ফুল দেখতে আসা প্রতিবেশী মঞ্জুমান আরা বেগম (৫০) বলেন, ‘আমি এত দিন জানতাম টিউলিপ ফুল বিদেশি। এটা আমাদের দেশে হচ্ছে দেখে ভালো লাগছে। ফুলটা অনেক সুন্দর। আমি ওই ফুলের বীজ সংগ্রহের চেষ্টা করছি। পেলে বাড়ির টবে লাগাব।’ 

এ বিষয়ে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘টিউলিপ বিদেশি ফুল। এটি শীতপ্রধান দেশে হয়। দু–তিন বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় ওই ফুল ফোটার খবর পাওয়া যাচ্ছে। তবে নীলফামারী জেলায় স্বল্প পরিসরে এটাই প্রথম। এটা শীত মৌসুমে হয়েছে, সামার (গ্রীষ্ম) মৌসুমে কী হয়, সেটা দেখার বিষয়।’