বুয়েটছাত্র আবরারের বাবা আদালতে ছেলে হত্যার দ্রুত বিচার চাইলেন

নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ নিজে থেকে আদালতে হাজির হয়েছিলেন। ফাইল ছবি
নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ নিজে থেকে আদালতে হাজির হয়েছিলেন। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ঢাকার আদালতে হাজির হয়ে বলেছেন, তিনি তাঁর ছেলের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চান। এ ব্যাপারে সরকারের কাছে তিনি আবেদন করবেন।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে নিজ থেকেই হাজির হন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। আদালত এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ মার্চ তারিখ ঠিক করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা নিজে থেকে আজ আদালতে হাজির হয়েছিলেন। তিনি আদালতকে বলেন, ছেলের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চান।

আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ২২ জন বুয়েটছাত্রকে আজ কারাগার থেকে আদালতে আনা হয়। এই মামলায় পলাতক রয়েছেন তিন আসামি।

গত ৩০ জানুয়ারি আদালত বলেছিলেন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।

গত ২১ জানুয়ারি এই হত্যা মামলায় ২৫ বুয়েটছাত্রের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।

গত ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী।