স্বেচ্ছাসেবীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগে ভিএসও-প্রথম আলো সমঝোতা সই

ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননা উপলক্ষে আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ছবি: সাজিদ হোসেন
ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননা উপলক্ষে আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ছবি: সাজিদ হোসেন

আর্তমানবতার সেবা, প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়া, শিক্ষার প্রসারসহ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালনকরী স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সংস্থা ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) ও দৈনিক প্রথম আলো।

কৃষি, পরিবেশ ও জলবায়ু, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, কর্মমুখী দক্ষতা উন্নয়ন ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত স্বেচ্ছাসেবী ও সংগঠনকে ২০১৯ সালের কার্যক্রমের জন্য এ ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’ দেওয়া হবে।

আজ সোমবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভিএসওর কান্ট্রি ডিরেক্টর ফোরকান উদ্দিন ও প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যারা নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায়, নিজেরা ভালো কিছু করেছে, তাদের জন্য আমাদের এই আয়োজন।’

ভিএসওর কান্ট্রি ডিরেক্টর ফোরকান উদ্দিন বলেন, ‘আমাদের তরুণদের স্বেচ্ছাসেবার সাফল্যের সংবাদ সারা বিশ্বে পৌঁছে দেওয়ার প্রয়োজন। এ সম্মাননা সে রকম একটি সুযোগ তৈরি করবে।’

ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০-এর জন্য সমঝোতা সমঝোতা স্বাক্ষর। ছবি: সাজিদ হোসেন
ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০-এর জন্য সমঝোতা সমঝোতা স্বাক্ষর। ছবি: সাজিদ হোসেন

আয়োজকেরা জানান, বাংলাদেশের ৩৫ বছরের কম বয়সী স্বেচ্ছাসেবকেরা আলোচ্য ক্ষেত্রে এ সম্মাননার জন্য নির্বাচিত হবেন। ব্যক্তি ছাড়াও দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থাও তাদের কার্যক্রমের জন্য বিবেচিত হবে। চুক্তি স্বাক্ষর শেষে সম্মাননার বিভিন্ন দিক চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি পিপলস অ্যান্ড অপারেশন্স ম্যানেজার মাহজাবিন ইকবাল, কান্ট্রি ফান্ড রাইজিং ম্যানেজার সালাহ্উদ্দিন আহমেদ, মজার ইশকুলের মুনিরা মাহজাবিন ও কামরুননাহার, ঋতুর শারমিন কবীর, প্রচেষ্টা ফাউন্ডেশনের ইয়াসির আরাফাত, ট্রমালিংকের বিধান চন্দ্র পাল, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সালমান খান, মুক্ত আসরের আবু সাঈদ, প্রথম আলো বন্ধুসভার মোমিত আল রশীদ, কামরুন্নাহার মৌসুমি, আলোকিত শিশুর মিথুন দাশ, বিডিওএসএনের মাহবুবা সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের রাইয়ান কবির, হিমু পরিবহনের সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ ইনোভেশন ফোরামের শহীদ হোসাইন, সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্টের আমিনুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসাইন, সিআরএএফের জেনিফার আলম, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, হেড অব ইভেন্টস কবির বকুল, মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শাহীদ–বিন–সারোয়ার, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাইদুজ্জামান রওশন প্রমুখ।