মেলা তরুণদের দখলে

গণিত আর গণিত: আব্দুল কাইয়ুম, সূর্যাস্তের শেষ রঙ: নাসরীন জাহান, কথাশিল্পী মানিক: সৈয়দ আজিজুল হক, রাজার কঙ্কাল সাখাওয়াত টিপু
গণিত আর গণিত: আব্দুল কাইয়ুম, সূর্যাস্তের শেষ রঙ: নাসরীন জাহান, কথাশিল্পী মানিক: সৈয়দ আজিজুল হক, রাজার কঙ্কাল সাখাওয়াত টিপু

মেলায় প্রতিদিনই ভিড় বাড়ছে। বিকেল পাঁচটার দিকে মেলায় অনেক মানুষ। বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।

অধ্যাপক শফি আহমেদকে দেখা গেল হন্তদন্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। থামলেন একটি স্টলে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমার দেখা নয়া চীন বইটি উল্টেপাল্টে দেখছিলেন তিনি।

‘মেলায় কি আজই প্রথম এলেন?’

একগাল হেসে তিনি বললেন, ‘হ্যাঁ, এবার আজই প্রথম।’

‘তাহলে তো জানতেই হয়, কোনো পরিবর্তন কি চোখে পড়ছে?’

‘বড় বটেই। লোকজন অনেক, কিন্তু ভিড়টা নেই। তাতে বোঝা যায় পরিসরটা বেড়েছে। তরুণ এবং কিশোর–কিশোরীদের সমাবেশ প্রধান হয়েছে। বইয়ের সূত্রে তারা যদি মেলে, তবে খারাপ কী? যেটা আমার খুব ভালো লাগছে, যতগুলো স্টল দেখলাম, তাতে নতুন বইগুলো ভালো লাগছে। প্রকাশকেরা প্রকাশনাশৈলীর দিকে নজর দিয়েছেন। এটা ভালো।’

শফি আহমেদ বলার পর একটু খেয়াল করতেই দেখা গেল, সত্যিই তরুণ–তরুণীরাই দখল করে রেখেছেন মেলা।

অনন্যার প্যাভিলিয়নের সামনে দেখা গেল, একটি স্কুলের শিশুরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে ইমদাদুল হক মিলনের অটোগ্রাফ নিতে।

তৌফিক আর তিশার হাতে অনেকগুলো বইয়ের ব্যাগ। তাঁরা কিনেছেন প্রথমা প্রকাশন, জোনাকী প্রকাশনী, অনুপম প্রকাশনী থেকে।

‘এরই মধ্যে এত বই কিনে ফেলেছেন?’

তৌফিক জবাব দিলেন, ‘পরিবারের সবার জন্য বই কিনেছি।’

‘তিশা কী কিনলেন?’

‘জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে।’

প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে বই দেখছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম এবং পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন পুলিশ কর্মকর্তা।

তাঁরা চলে গেলে প্রথমা প্রকাশনের পুষ্পিতা চৌধুরী জানালেন, সন্‌জীদা খাতুনের শান্তিনিকেতনের দিনগুলি, উৎপল শুভ্রর কল্পলোকে ক্রিকেট ও আসিফ নজরুলের মানবাধিকার শেষ হয়ে গেছে। তাহমিমা আনামের দ্য গুড মুসলিম–এর ইংরেজি ভার্সনটাও শেষ। বিক্রি নিয়ে সন্তুষ্টি জানালেন তিনি।

বায়ান্ন প্রকাশনীর ফকির তানভীর জানালেন, মারজুক রাসেলের লেখা দেহ বন্টন চুক্তি স্বাক্ষর কবিতার বইটি বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া বিক্রির তালিকায় ওবায়েদ হকের জলেশ্বরী, নীল পাহাড় বইগুলোও খুব বিক্রি হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের খণ্ডকালীন শিক্ষক সাইদুর রহমান বললেন, ‘এখন তৈরি হচ্ছি তালিকা নিয়ে। কেনাকাটা আরও পরে।’

‘এবারের মেলা কেমন হচ্ছে?’

গতকাল মেলায় ১৩৫টি নতুন বই এসেছে। এবার মেলায় প্রথমা প্রকাশন এনেছে আব্দুল কাইয়ুমের গণিত আর গণিত। অন্যপ্রকাশ এনেছে নাসরীন জাহানের সূর্যাস্তের শেষ রঙ। কথা প্রকাশ এনেছে সৈয়দ আজিজুল হকের কথাশিল্পী মানিক। বাংলা একাডেমি এনেছে পিয়াস মজিদের গবেষণাগ্রন্থ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি।