ষাঁড়ের রশিতে পেঁচিয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে মোল্লাপুর খাল এলাকায় ষাঁড় চড়াচ্ছিলেন সবুজ মিয়া (৫০)। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে ষাঁড়টির রশি হাতে পেঁচিয়ে টান দিয়েছিলেন তিনি। এ সময় ষাঁড়টি উল্টো টান দিয়ে সবুজ মিয়াকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন সবুজ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সবুজ মিয়া উপজেলার খাসাড়িপাড়া গ্রামের বসবাস করতেন। তিনি নেত্রকোনা জেলার বারোপাত্তা হারইল্লা গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খসরু মিয়া বলেন, ‘খ্যাপাটে ষাঁড়কে আটকে রাখা হয়েছে।’

স্থানীয় লোকজন জানান, ষাঁড়টি উল্টো টান দিলে রশি প্যাঁচানো হাত ছাড়াতে পারেননি সবুজ মিয়া। বেশ কিছু সময় মাঠে টেনেহিঁচড়ে ঘোরালে জ্ঞান হারান তিনি। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরা আনান বলেন, হাসপাতালের আনার আগেই সবুজ মিয়া মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বা রক্তক্ষরণও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণি শংকর কর প্রথম আলোকে বলেন, এ বিষয়ে থানায় কেউ জানাননি।