সবার সহযোগিতায় চসিক চালানোর প্রতিশ্রুতি আ.লীগ প্রার্থীর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী এক সংবর্ধনায় বক্তৃতা করেন। চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী এক সংবর্ধনায় বক্তৃতা করেন। চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ

সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম নগরের উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন দেওয়া দলীয় এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয় পাওয়ার পর আজ বিকেলে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম পৌঁছান রেজাউল করিম। পরে সেখানে তাঁকে দলীয় এক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী যে পথে গিয়েছেন, সেই পথে আমি যাব। অর্থবিত্তের প্রতি আমার লোভ নেই।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচনে নগর আওয়ামী লীগের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। মেয়র হওয়ার মতো সবার যোগ্যতা আছে। কিন্তু নেত্রী আমার ওপর নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমি শেখ হাসিনার প্রতিনিধি। এ ছাড়া আর কিছু নই।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর চট্টগ্রাম সিটির মেয়র ছিলেন। এই নগরকে তিনি সমগ্র বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে তুলে ধরেছিলেন। তারপর পাঁচ বছর আমরা ছিলাম না। ২০১৫ সালে সিটি করপোরেশন আবার আমাদের হাতে আসে। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনও শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন। সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামও চট্টগ্রামের অনেক উন্নয়ন করেছেন। মেয়র নির্বাচিত হলে উন্নয়নের এই ধারা আমি ধরে রাখতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও উত্তর জেলার সভাপতি এম এ সালাম বক্তব্য দেন। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ১৯ জন ফরম সংগ্রহ করেছিল।