হত্যা মামলায় একজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ছুরিকাঘাতে হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন মো. রাশেদ। তিনি পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মো. হাছান, আবুল বাহার ও আবু মনসুর। তাঁদের মধে৵ মনসুর পলাতক।

সরকারি কৌঁসুলি রতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ফটিকছড়ির ধুরং এলাকায় ২০১১ সালের ৬ মার্চ মাহফিলের ডেকোরেশনের কাজ করতে গিয়ে মুঠোফোন চুরির ঘটনায় সাহেব মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত একজনকে ফাঁসির আদেশ ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।