যুক্তরাজ্যে মেয়র হয়ে সিঙ্গাইরে ভালোবাসায় সিক্ত রওশন

যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশন আরা নিজ বাড়ির আঙিনায়। কাশেমপুর গ্রাম, সিঙ্গাইর, মানিকগঞ্জ। ছবি: আব্দুল মোমিন
যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশন আরা নিজ বাড়ির আঙিনায়। কাশেমপুর গ্রাম, সিঙ্গাইর, মানিকগঞ্জ। ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্রামবাসী ও শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত হয়েছেন যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশন আরা। তাঁর জন্মস্থান সিঙ্গাইরের কাশেমপুর গ্রামে। বুধবার দুপুরে এই গ্রামেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ রাজনীতিক রওশন আরা বলেন, ‘আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসায় সিক্ত করেছেন, তাতে আমার মনে হয়েছে, আমি নতুন করে জন্ম নিলাম। এই ভালোবাসা আমাকে ভালো কাজে উৎসাহিত করবে।’

রামসগেটের এই মেয়র বলেন, ‘মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে কাজ করা ছিল আমার লক্ষ্য। আমি রাজনীতিতে যাইনি, রাজনীতিই আমাকে পছন্দ করেছে। আমি মেয়র হয়েছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে রওশন আরা বলেন, ‘তোমাদের এখন পড়ালেখার সময়। তোমাদের ভবিষ্যৎ এখন থেকেই শুরু। তোমরা নিজেদের প্রস্তুত করো। দেখবে, দেশ তোমাদের নিয়ে গর্ব করবে।’

যুক্তরাজ্যের রামসগেট সিটির মেয়র রওশন আরাকে তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। সিঙ্গাইর, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন
যুক্তরাজ্যের রামসগেট সিটির মেয়র রওশন আরাকে তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। সিঙ্গাইর, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন

এর আগে সকালে স্থানীয় তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে রওশন আরাকে দেখতে ও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ১০টার দিকে রওশন আরাকে বহনকারী একটি হেলিকপ্টার ওই স্কুল মাঠে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা রাজেদা খান। হেলিকপ্টার থেকে নামার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। বিদ্যালয়টির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার ও তালেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী।

তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত রজ্জব আলীর মেয়ে রওশন আরা। তাঁর ডাকনাম দোলন। জন্মের পর থেকে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে এই গ্রামেই। ১৯৭৫ সালে স্থানীয় ইরতা প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরের বছর তিনি তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ভর্তি হন। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। ২০১৯ সালের ২০ মে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।

এর আগে লেবার পার্টি থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৭ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে এই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে যুক্তরাজ্যের রামসগেট সিটির মেয়র রওশন আরা। কাশেমপুর, সিঙ্গাইর, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন
গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে যুক্তরাজ্যের রামসগেট সিটির মেয়র রওশন আরা। কাশেমপুর, সিঙ্গাইর, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন


রওশন আরার মামাতো ভাই মিজানুর রহমান খান বলেন, আগামী একুশে ফেব্রুয়ারি রওশন আরার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে দেশে এসেছেন তিনি। স্থানীয় সামাজিক সংগঠন এবং তালেবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি রফিক নগরসহ কয়েকটি বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রওশন আরা।

তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার বলেন, ‘রওশন আরা আমাদের বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।’

এদিকে দুপুরে গ্রামের বাড়িতে কথা হয় রওশন আরার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ এগিয়েছে, উন্নতির দিকে যাচ্ছে।’ গ্রামে একটি বিদ্যালয় করার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে তিনি কাজ করতে আগ্রহী। ইংল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।