পরিযায়ী পাখির ফিরে যাওয়া

>বরিশালের চরে ঘোরাঘুরি করছে অসংখ্য পরিযায়ী পাখি। শীতের শুরুতে এই দেশে এদের আগমন ঘটে। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফিরে যাওয়ার তোড়জোড় শুরু হয়। দেশের বড় বড় জলাশয় আর চরে অবস্থান শেষে পাখিগুলো ফিরে যেতে শুরু করেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর থেকে তোলা পরিযায়ী পাখির ছবি নিয়ে আজকের ছবির গল্প।
নদীর চরে পরিযায়ী পাখির দল
নদীর চরে পরিযায়ী পাখির দল
ফিরে যাওয়ার অপেক্ষায় পরিযায়ী পাখির দল
ফিরে যাওয়ার অপেক্ষায় পরিযায়ী পাখির দল
নির্জন চরে অস্থায়ী বসতি গড়েছিল পরিযায়ী পাখির দল
নির্জন চরে অস্থায়ী বসতি গড়েছিল পরিযায়ী পাখির দল
পাখিদের উড়ে চলা
পাখিদের উড়ে চলা
আকাশে পরিযায়ী পাখির দল
আকাশে পরিযায়ী পাখির দল
বিশাল চরে কাদার মধ্যে পরিযায়ী পাখির ছবি তোলার জন্য যাচ্ছেন সংবাদকর্মীরা
বিশাল চরে কাদার মধ্যে পরিযায়ী পাখির ছবি তোলার জন্য যাচ্ছেন সংবাদকর্মীরা
চরের মধ্যে পরিযায়ী পাখির সঙ্গে বক পাখিও ঘুরছে খাবারের সন্ধানে
চরের মধ্যে পরিযায়ী পাখির সঙ্গে বক পাখিও ঘুরছে খাবারের সন্ধানে