দিনটি একসঙ্গে কাটল নাছির-রেজাউলের

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ দুপুরে মহিউদ্দিন চৌধুরী চশমা হিল বাসভবনে। ছবি: সংগৃহীত
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ দুপুরে মহিউদ্দিন চৌধুরী চশমা হিল বাসভবনে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পাওয়া নিয়ে এক সপ্তাহ আগেও তাঁদের মধ্যে প্রতিযোগিতা ছিল। বলা হচ্ছে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর কথা। এই দুই নেতা আজ বৃহস্পতিবার সারা দিন নানা কর্মসূচিতে যোগ দিয়েছেন একসঙ্গে। দুই নেতার এই ‘একসঙ্গে চলা’ উদ্দীপ্ত করেছে স্থানীয় নেতা–কর্মীদের।

চট্টগ্রাম আওয়ামী লীগের কান্ডারি হিসেবে পরিচিত আট নেতার কবর জিয়ারতের মাধ্যমে আজ তৎপরতা শুরু করেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। আজ তিনি বর্তমান মেয়র আজ ম নাছির উদ্দীনসহ দলীয় নেতাদের নিয়ে প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর সঙ্গেও কুশল বিনিময় করেন তাঁরা।

মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী দলীয় নেতাদের নিয়ে আজ আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান, এম এ হান্নান, আতাউর রহমান খান কায়সার, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ইসহাক মিয়া ও এনামুল হক দানুর কবর জিয়ারত করেন। তাঁদের কর্মসূচি শুরু হয় সকালে। সন্ধ্যা পর্যন্ত মেয়র নাছির ও মেয়র পদপ্রার্থী রেজাউল একসঙ্গে দিন পার করেন।

আজ দুপুরে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে তাঁর চশমা হিলের বাসায় তাঁর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র পদপ্রার্থী। এ সময় রেজাউল করিমের সঙ্গে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ছিলেন।

আজ বর্তমান মেয়র নাছির উদ্দীন, মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীসহ দলীয় নেতাদের চশমা হিলের বাসায় বরণ করেন হাসিনা মহিউদ্দিন। তিনি নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তাঁরা কুশল বিনিময় করেন। আগামী নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হাসিনা মহিউদ্দিন।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘প্রয়াত নেতা তথা আওয়ামী লীগের কান্ডারিদের কবর জিয়ারত করেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। বর্তমান মেয়র নাছির উদ্দীনসহ আমরা তাঁর সঙ্গে ছিলাম। মহিউদ্দিন চৌধুরীর বাসায় আমরা সবাই গিয়েছি। সেখানে ভাবির সঙ্গে কুশল বিনিময় হয়েছে।’

চট্টগ্রাম আওয়ামী লীগের কান্ডারি হিসেবে পরিচিত আট নেতার কবর জেয়ারত করেন আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম আওয়ামী লীগের কান্ডারি হিসেবে পরিচিত আট নেতার কবর জেয়ারত করেন আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

নেতারা আশাবাদী
মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণার পর আজ থেকে নাছির ও রেজাউল আবার এক মঞ্চে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে দলীয় নেতারা সিটি নির্বাচন নিয়ে বেশ আশাবাদী হয়ে ওঠেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে। দিন শেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। বর্তমান মেয়র নাছির উদ্দীন ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নেন। তাঁরা পরস্পরকে সহযোগিতা করছেন এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে সবাই আনন্দিত। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আলোচনা সভায় তাঁরা
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশ উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ গতকাল বিকেলে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

আলোচনায় সভা চলাকালীন বর্তমান মেয়র নাছির উদ্দীন ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী আজ পাশাপশি চেয়ারে বসেন। তাঁদের হাসিমুখে কথা বলতে দেখা গেছে। এ সময় সবার দৃষ্টি ছিল এই দুজনের দিকে।

আলোচনা সভায় মেয়র নাছির উদ্দীন বলেন, ‘আত্মমর্যাদা ও বিবেক রক্ষায় ভাষা আন্দোলন আমাদের একটি সামাজিক শক্তি। এই পথ ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। একুশের রক্তঝরা পথ থেকে আমরা আত্মত্যাগের শিক্ষা নেব। যাঁরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাঁরা আমাদের রাজনৈতিক ও সামাজিক শক্তি। তাঁদের পথ ধরেই উন্নয়নের সামাজিক ও বর্তমান অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মেয়র নির্বাচিত হলে সবার ভালোবাসায় ও সহযোগিতা নিয়ে সমন্বিত উদ্যোগে চট্টগ্রামবাসীর সেবা নিশ্চিত করব।’

গতকাল সভা শুরুর মুহূর্তে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন দলীয় নেতা–কর্মীরা।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট চত্বরে। ছবি: জুয়েল শীল
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট চত্বরে। ছবি: জুয়েল শীল

উত্তর জেলা আ.লীগের সভা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন আগামী সিটি নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রেজাউল আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতা। ঐক্যবদ্ধ হয়ে তাঁকে জিতিয়ে আনতে হবে।

অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এ আহ্বান জানান। আজ বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

আলোচনা সভায় মোশাররফ হোসেন বলেন, ‘মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের জন্য পৃথিবীর বুকে একমাত্র বাঙালি জাতিই রক্ত দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটেছিল। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়।’

মোশাররফ হোসেন আরও বলেন, ‘একুশের শহীদের রক্তাক্ত পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। একুশের চেতনাকে ধারণ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’