ভাষাসৈনিকদের ম্যুরাল-নামফলকে অযত্ন-অবহেলা

>

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভাষাসৈনিকদের নামে করা বেশ কিছু ম্যুরাল ও নামফলক রয়েছে। কিন্তু এসব ম্যুরাল ও নামফলক ঘিরে কর্তৃপক্ষের অযত্ন, অবহেলা, উদাসীনতার ছাপ স্পষ্ট। ছবিতে সেই চিত্র তুলে ধরা হলো। 

ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরালে থাকা লেখার রং উঠে গেছে।
ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরালে থাকা লেখার রং উঠে গেছে।
ভাষাসৈনিক ড. সাফিয়া খাতুন সড়কের নামফলক ঘেঁষে টং দোকান।
ভাষাসৈনিক ড. সাফিয়া খাতুন সড়কের নামফলক ঘেঁষে টং দোকান।
ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার ম্যুরাল ও নামফলকের স্থানটি অযত্নে।
ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার ম্যুরাল ও নামফলকের স্থানটি অযত্নে।
ধানমন্ডির কয়েকটি সড়কের নামকরণ করা হয়েছে ভাষাসৈনিকদের নামে।
ধানমন্ডির কয়েকটি সড়কের নামকরণ করা হয়েছে ভাষাসৈনিকদের নামে।
সড়কের নামফলক থাকলেও তা রক্ষণাবেক্ষণে নজর নেই।
সড়কের নামফলক থাকলেও তা রক্ষণাবেক্ষণে নজর নেই।
ভাষাসৈনিক তোয়াহা সড়কের নামফলক খুঁজে পাওয়া যায়নি।
ভাষাসৈনিক তোয়াহা সড়কের নামফলক খুঁজে পাওয়া যায়নি।
ভাষাসৈনিক আব্দুল মতিন সড়কের নামফলকে কালি-ময়লা-ধুলাবালি।
ভাষাসৈনিক আব্দুল মতিন সড়কের নামফলকে কালি-ময়লা-ধুলাবালি।
ম্যুরালে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ম্যুরালে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ভাষাসৈনিক গাজী গোলাম মাহবুবের ম্যুরাল ঘিরে নার্সারি।
ভাষাসৈনিক গাজী গোলাম মাহবুবের ম্যুরাল ঘিরে নার্সারি।