শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

>

বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে পুরো জাতি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল।
শহীদ মিনারের বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা।
শহীদ মিনারের বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শিশুরাও।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শিশুরাও।
ফুলে ফুলে শহীদদের স্মরণ।
ফুলে ফুলে শহীদদের স্মরণ।
শহীদ দিবসের স্মৃতি ক্যামেরাবন্দী করে রাখছেন অনেকে।
শহীদ দিবসের স্মৃতি ক্যামেরাবন্দী করে রাখছেন অনেকে।
গালে শহীদ মিনারের ছবি আঁকিয়ে নিচ্ছে এক কিশোর।
গালে শহীদ মিনারের ছবি আঁকিয়ে নিচ্ছে এক কিশোর।
কোলে চেপে শ্রদ্ধা জানাতে এসেছে এক শিশু।
কোলে চেপে শ্রদ্ধা জানাতে এসেছে এক শিশু।
ফুল দিয়ে সাজানো হচ্ছে শহীদ মিনারের বেদি।
ফুল দিয়ে সাজানো হচ্ছে শহীদ মিনারের বেদি।
শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে আলপনা।
শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে আলপনা।
শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে শহীদ মিনারের বেদি।
শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে শহীদ মিনারের বেদি।