পলাশের বনে যেন আগুন লেগেছে

>

গাছে ফুটেছে আগুনরঙা পলাশ ফুল। প্রকৃতিতে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পলাশ ফুলের মধুর টানে ছুটে আসে মৌটুসিসহ নানা পাখি। ছবিগুলো বগুড়া সদর উপজেলার মাটিডালি মোজামনগর এলাকার। এ নিয়েই আজকের ছবি গল্প।

গাছে ফুটেছে আগুন রঙা পলাশ ফুল।
গাছে ফুটেছে আগুন রঙা পলাশ ফুল।
বসন্তে ফোঁটা পলাশ ফুলের মধুর টানে এসেছে মৌটুসি পাখি। ছুটে বেড়াচ্ছে এ ডালে, সে ডালে।
বসন্তে ফোঁটা পলাশ ফুলের মধুর টানে এসেছে মৌটুসি পাখি। ছুটে বেড়াচ্ছে এ ডালে, সে ডালে।
পলাশের ডালে কাঠবিড়ালির দুরন্তপনা।
পলাশের ডালে কাঠবিড়ালির দুরন্তপনা।
কোথাও স্থির হয়ে থাকার প্রাণী না কাঠবিড়ালি। সারাক্ষণ ছুটে বেড়ায় এখানে সেখানে।
কোথাও স্থির হয়ে থাকার প্রাণী না কাঠবিড়ালি। সারাক্ষণ ছুটে বেড়ায় এখানে সেখানে।
মধুর টানে ছুটে আসা পাখি।
মধুর টানে ছুটে আসা পাখি।
পলাশের টানে ছুটে আসে নানা জাতের পাখি।
পলাশের টানে ছুটে আসে নানা জাতের পাখি।
আগুনরঙা পলাশ ফাগুনে শোভা বাড়ায়।
আগুনরঙা পলাশ ফাগুনে শোভা বাড়ায়।
আগুন রঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
আগুন রঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।