রাজধানীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উত্তরার পশ্চিম থানাধীন এলাকায় বিএনএস সেন্টারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন ফাহাদ বিন ফারুক (২৬) ও রাসেল আহমেদ রাজ (২৩)। ফাহাদ ফার্মেসি চালাতেন। তিনি থাকতেন রাজধানীর মুগদার মানিক নগর এলাকায়। তাঁর বাবার নাম মো. ফারুক। গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। আর নিহত রাসেল থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তাঁর বাবার নাম মফিজুল ইসলাম।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, হাই চয়েস পরিবহনের একটি বাস (নম্বর কুষ্টিয়া ব-১১-০০৪১)মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এই ঘটনায় বাসের চালক রবিউল (৪০) এবং চালকের সহকারী আবদুস সালামকে (৪৫) আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।