গমখেতে পড়ে ছিল রক্তের দাগ, তৈয়বের গেঞ্জি

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তৈয়ব আলী (৪০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ রোববার সকালে গ্রামের একটি গমখেতে রক্তের দাগ ও তৈয়বের গেঞ্জি পাওয়া যায়। পরে গম খেতে মাটি চাপা অবস্থায় তৈয়বের লাশ পাওয়া যায়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে তৈয়বের লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গোগর ঝাড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তৈয়ব গরু ব্যবসায়ী ছিলেন।

তৈয়বের বড় ভাই মো.বাবুল জানান, তৈয়ব গরুর ব্যবসা করত। ব্যবসায়িক টাকা পয়সার ঝামেলা থেকে কেউ তাঁকে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে।

রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম জানান, লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মো.বাবুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।