৯০ শতাংশ সাংসদ জাতীয় সংগীত গাইতে পারবেন না: ফিরোজ রশীদ

কাজী ফিরোজ রশীদ। ফাইল ছবি
কাজী ফিরোজ রশীদ। ফাইল ছবি

জাতীয় সংসদের ৯০ ভাগ সদস্য জাতীয় সংগীত গাইতে পারেন না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় সংসদের ৩৫০ জন সদস্যকে যদি এক এক করে জাতীয় সংগীত গাইতে বলা হয় বা স্পিকার নির্দেশ দেন তাহলে ৯০ শতাংশ সংসদ সদস্য জাতীয় সংগীত গাইতে পারবেন না। প্রধানমন্ত্রী পারবেন। তাঁর সামনে যে কয়জন আছেন তাঁরা পারবেন। আমাদের সারিতে যাঁরা আছেন, তাঁরা সবাই বাদ পড়বেন।’

রোববার পুরান ঢাকার ওয়ারীর দক্ষিণ মুহসেন্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ রশীদ এ কথা বলেন।

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আগে আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারতাম না। সব সাইনবোর্ড উর্দু ও ইংরেজিতে লেখা থাকত। কিন্তু বাংলায় থাকত না। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ বা ভূখণ্ড, লাল সবুজের পতাকা ও জাতীয় সংগীত এই তিনটি জিনিস দিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলেছেন, “এই তিনটি জিনিসের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। পাকিস্তানিরা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। ছোট ছোট শিশুদের নির্মমভাবে মেরেছে। কিন্ত আমরা কিছুতেই দমে যাইনি। দেশ স্বাধীন করেছি। তাই তোমাদের কাছে এই তিনটি জিনিস রেখে যাচ্ছি। তোমাদের জীবনের চলার পথে তা মনে রাখবা। তা হলে নিজের মধ্যে দেশপ্রেম জন্মাবে”।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান, দক্ষিণ মুহসেন্দি বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাজান কবির, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমানসহ অন্যরা বক্তৃতা করেন। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন অতিথিরা।