তরুণদের স্বেচ্ছাসেবাকে উৎসাহ দিতে দেওয়া হবে সম্মাননা

তরুণদের স্বেচ্ছাসেবাকে উৎসাহ দিতে শুরু হচ্ছে ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ নিয়েছে ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলো। আজ রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের জাভিক কক্ষে হয়ে গেল এই সম্মাননার সূচনাপর্বের আয়োজন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। ছবি: আশরাফুল আলম
তরুণদের স্বেচ্ছাসেবাকে উৎসাহ দিতে শুরু হচ্ছে ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ নিয়েছে ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলো। আজ রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের জাভিক কক্ষে হয়ে গেল এই সম্মাননার সূচনাপর্বের আয়োজন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। ছবি: আশরাফুল আলম

বয়সে তাঁরা সবাই তরুণ। কেউ পথশিশুদের জন্য কাজ করেন, কেউ নারী অধিকার আদায়ে, কেউবা হাসপাতালের অজ্ঞাতনামা রোগীর সেবায় এগিয়ে আসেন। যান্ত্রিক জীবনে সবাই যখন প্রতিযোগিতার দৌড়ে ব্যস্ত, তখন একদল তরুণ নিঃস্বার্থভাবে কাজ করছেন মানুষের জন্য। তরুণদের এমন স্বেচ্ছাসেবাকে উৎসাহ দিতে শুরু হচ্ছে ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’।

ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ নিয়েছে ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলো। আজ রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের জাভিক কক্ষে হয়ে গেল এই সম্মাননার সূচনাপর্বের আয়োজন। প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণেরা অনুষ্ঠানে অংশ নেন। পড়াশোনা বা চাকরির পাশাপাশি তাঁরা মানুষ, পরিবেশ, সমাজ ও দেশের উপকারে আসে, এমন কাজে যুক্ত। বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবা দেওয়া প্রায় ১৬ তরুণ তাঁদের কাজের কথা সংক্ষেপে তুলে ধরেন। সবার বক্তব্য অবশ্য একই, স্বেচ্ছাসেবা মানুষকে সমৃদ্ধ করে। স্বেচ্ছাসেবা তাঁদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়।

কথা বলেন ভিএসওর কান্ট্রি ডিরেক্টর ফোরকান উদ্দিন। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
কথা বলেন ভিএসওর কান্ট্রি ডিরেক্টর ফোরকান উদ্দিন। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁদের সংগঠনের কাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাকাজে উদ্বুদ্ধ করা। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে শুরু হওয়া এ সংগঠনটির সদস্য এখন দুই হাজারের বেশি। আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে তাঁদের সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাকাজে উৎসাহ দেওয়া হয়। অনেক সময় শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে এসে সুপারভাইজার পান না। এসব ক্ষেত্রেও সহায়তা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের নিজের বিভাগের বাইরে অন্য বিভাগের বিষয়াদির ওপরও গবেষণায় উৎসাহ দেওয়া হয়। আসাদুজ্জামান বলেন, ‘স্বেচ্ছাসেবা সম্মাননা দেওয়ার এই উদ্যোগটি তরুণদের অনেক অনুপ্রেরণা দেবে। এটি দেখে অনেকে স্বেচ্ছাসেবায় এগিয়ে আসবে। আমরা অর্থ চাই না, পুরস্কার বা স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’

অনুষ্ঠানে ভিএসওর এ দেশীয় পরিচালক ফোরকান উদ্দিন বলেন, দেশের আনাচে–কানাচে অনেক মানুষ আছেন, যাঁরা নিঃস্বার্থভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবার সঙ্গে যুক্ত আছেন। এসব মানুষ আছেন বলেই সমাজে ইতিবাচক পরিবর্তন হয়। সম্মাননার মাধ্যমে এসব মানুষের উদ্যোগকে সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, স্বেচ্ছাসেবাই হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এখনো অনেকে আশায় বুক বাঁধেন একটু সাহায্য পেয়ে এগিয়ে যেতে। স্বেচ্ছাসেবার এই সম্মাননা সবাইকে উদ্বুদ্ধ করবে।’

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ভালো কাজের কথা জানলে এ দেশের তরুণেরা আরও ভালো করতে উদ্যোগী হবেন। প্রত্যেকে যদি একটি করে ভালো কাজ করেন, একটি করে সমস্যার সমাধান করেন, তাহলে দেশটা আরও এগিয়ে যাবে।

স্বেচ্ছাসেবকদের সম্মাননা অনুষ্ঠানের সূচনাপর্বে কথা বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
স্বেচ্ছাসেবকদের সম্মাননা অনুষ্ঠানের সূচনাপর্বে কথা বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সূচনা বক্তব্যে প্রথম আলোর যুব কর্মসূচি বিভাগের প্রধান মুনির হাসান বলেন, এ দেশে স্বেচ্ছাসেবার কথা এলেই মনে পড়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়াদের কথা, যাঁরা নিঃস্বার্থভাবে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। এখনো অনেক মানুষ নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবা সম্মাননা উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, কৃষি, পরিবেশ ও জলবায়ু, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মমুখী দক্ষতা উন্নয়ন ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় যেসব তরুণ ও তরুণদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করছে, তাদের পুরস্কৃত করা হবে।

৩৫ বছর বয়সী যেকোনো স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ২০১৯ সালে তাদের কার্যক্রমের জন্য এই সম্মাননা পাবে। আবেদন করার তথ্য মিলবে (http://prothomalo.com/volunteeraward)-এই ওয়েব ঠিকানায়। অনলাইনের পাশাপাশি এই ওয়েব ঠিকানা থেকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন ডাকযোগে পাঠানো যাবে, স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৯—এই ঠিকানায়।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় ভিএসও এবং প্রথম আলোর ওপর নির্মিত দুটি তথ্যচিত্র। গায়ক মুনের তিনটি গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে মানুষের জন্য নিজেদের করা কাজের কথা বলেন কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
অনুষ্ঠানে মানুষের জন্য নিজেদের করা কাজের কথা বলেন কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

অনুষ্ঠানে ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর, হিমু পরিবহনের আহসান হাবীব, ট্রাভেলেটস অব বাংলাদেশের সিলভী রহমান, ফোরাম এসডিএর রাফায়েত রোমান, বন্ধুসভার সভাপতি মুমিত আল রশিদ, স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম, মোখলেসুর রহমান, এলিজা আহমেদ, সাঈদ রিমন, ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা জেনিফার আলম প্রমুখ বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি পিপলস অ্যান্ড অপারেশনস ম্যানেজার মাহজাবিন ইকবাল, কান্ট্রি ফান্ড রাইজিং ম্যানেজার সালাহ্উদ্দিন আহমেদ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের প্রধান কবির বকুল, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী প্রমুখ।