ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির তিন বিক্রয় প্রতিনিধি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহত ব্যক্তিরা সবাই একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি। আজ সোমবার সকাল নয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নওগাঁর মান্দা উপজেলার চক কামদেব গ্রামের রফিকুল ইসলাম (৩৬), একই উপজেলার ঘাটকৈর গ্রামের জয়নুল আবেদিন (৩৫) ও লালমনিরহাট সদর উপজেলার আশরাফুল ইসলাম (২৯)। আহত দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধামকুড়াহাট গ্রামের আবদুল কুদ্দুস (৩২) এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের হাসেম আলী (৩৮)।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হতাহত ব্যক্তিরা সবাই একমি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত ছিলেন। আজ সকালে নওগাঁ শহরে মাসিক সভায় যোগ দিতে তাঁরা মান্দা ফেরিঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি ফেরিঘাট সেতু পার হওয়া মাত্রই রাজশাহী থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে অটোরিকশার এক যাত্রী মারা যান। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল আবেদিন নামে অটোরিকশার আরেক যাত্রীর মৃত্যু হয়। চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে আশরাফুল মারা যান। অটোরিকশার আহত দুই যাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ জন্য রাস্তায় লোকজন কম ছিল। অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।