তিনটি হজ প্যাকেজের অনুমোদন

২০২০ সালের জন্য তিনটি হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এবারই প্রথম সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হলো। এর আগে দুটি প্যাকেজ রাখা হতো।

এর মধ্যে প্যাকেজ-১–এ খরচ পড়বে ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২–এ ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩–এ ৩ লাখ ১৫ হাজার টাকা। বেসরকারি হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন হজ প্যাকেজ তৈরি করতে পারবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্যাকেজ-১–এর ব্যক্তিরা মসজিদুল হারামের সীমানাপ্রাচীরের ৭০০ মিটারের মধ্যে থাকার বাসা পাবেন। প্যাকেজ-২–এর যাত্রীরা দেড় কিলোমিটারের মধ্যে এবং প্যাকজ-৩–এর যাত্রীরা দেড় কিলোমিটারের বেশি দূরত্বে থাকতে পারবেন।

এবার মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন, যা গত বছরের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ১৭ হাজার ১৯৮ জন। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন।

মন্ত্রিসভার আজকের বৈঠকে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপন বিল ও জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালার খসড়া অনুমোদন করা হয়।

বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।