ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে পারে আজও

সোমবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়। ছবি: প্রথম আলো
সোমবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়। ছবি: প্রথম আলো

রাজধানীর আকাশে গতকাল সোমবার দুপুর থেকেই মেঘের আনাগোনা। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছে।

হঠাৎই আবহাওয়ার এমন রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আবারও ঠান্ডা বাড়বে নাকি।

তবে আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি হলেও শীত বাড়বে না। আজ মঙ্গলবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় ১ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ৩ মিলিমিটার।