অনেক বই-ই বিষয়নিষ্ঠ নয়

ভালোবাসার পরিধি: শাহীন আখতার, কলকাতা রানাঘাট: হাসনাত আবদুল হাই, শতাব্দীর বঙ্গবন্ধু, মোহাম্মদ হাননান , উগ্রবাদ ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ: রাজীব সরকার
ভালোবাসার পরিধি: শাহীন আখতার, কলকাতা রানাঘাট: হাসনাত আবদুল হাই, শতাব্দীর বঙ্গবন্ধু, মোহাম্মদ হাননান , উগ্রবাদ ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ: রাজীব সরকার

একটা সমস্যায় পড়েছেন মারুফ রসুল। গবেষণার জন্য বেশ কয়েকটি বই কিনেছেন, কিন্তু বাড়ি গিয়ে পড়ার সময় হোঁচট খেয়েছেন। সে বইগুলোয় সন-তারিখ নেই, ফলে রেফারেন্স হিসেবে ব্যবহার করা বিপজ্জনক। আরও ভয়ংকর হলো, বইয়ের নামে রয়েছে একটি পূর্ণাঙ্গ বিষয়ের ইঙ্গিত, পড়তে গেলে দেখা যায়, তা বিচ্ছিন্ন কিছু কলামের সংকলন। বোঝা যায়, লেখক বা প্রকাশক যেনতেনভাবে একুশের বইমেলায় প্রকাশের জন্যই একটা বই বের করে ফেলেছেন। শুধু যত্নের অভাবই তাতে দেখা যাচ্ছে না, অভাব রয়েছে বিষয়নিষ্ঠতার।

আক্কাস মাহমুদ একমত হলেন। কথা হলো আরও দুতিনজন পাঠকের সঙ্গে। একই কথা বললেন তারা। নির্দিষ্ট বই নির্দিষ্ট বিষয়ের ওপরই হওয়ার কথা। কিন্তু দেখা যায়, বইয়ের নাম এক রকম হলেও ভেতরে অন্য আরও অনেক বিষয়ের ছড়াছড়ি। এতে পাঠক বিভ্রান্ত হন। বিষয়টি ঘটছে মূলত রাজনীতি–সংশ্লিষ্ট বইগুলোর ক্ষেত্রে। ফলে পূর্ণাঙ্গ চিত্র না পেয়ে হতাশ হন পাঠক।

 আক্কাস মাহমুদ মেলার পরিসর নিয়ে খুব খুশি, বইয়ের মান নিয়ে নয়। মারুফ রসুল এ ব্যাপারে সান্ত্বনা দিলেন আক্কাস মাহমুদকে। বললেন, ‘আরে ভাই, ওঁরা তো আর ব্যাংক থেকে টাকা চুরি করছেন না। ভালো হোক, মন্দ হোক, লিখছেন বই। না পড়লে না পড়বেন, কিন্তু তাঁদের লেখক হওয়ার ইচ্ছাটাকে মেরে ফেলবেন না।’

অন্যপ্রকাশের বিক্রয়কর্মী হাতেম সরকার জানান, এখনো হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। দ্বিতীয় অবস্থানে সাদাত হোসাইনের মেঘেদের দিন। শিখা প্রকাশনীতে এসেছে কিঙ্কর আহসানের রঙিলা কিতাব, আবদুল্লাহ আল ইমরানের এই সব ভালোবাসা মিছে নয়; স্টিফেন কিংয়ের মাইল এইট্টি ওয়ান, এমরান আহমেদের অনুবাদে। পাঞ্জেরী পাবলিকেশনস থেকে এসেছে মারুফ রসুলের উপন্যাস কাঙ্ক্ষিত মৃত্যুর খসড়া। সব্যসাচী থেকে এসেছে রেজা ঘটকের ষষ্ঠ গল্পের বই গল্পেশ্বরী

এবার মেলায় ক্রেতার চেয়ে দর্শক বেশি, এমন একটা কথা বেশ শোনা যাচ্ছে। অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন বললেন, ‘অনেক দূর হেঁটে আসতে হয় মানুষের। পার্কিংয়ের ব্যবস্থা নেই। যদি থাকত, তাহলে দ্বিগুণ মানুষ আসত। মেলার পরিসর বেড়েছে ঠিকই কিন্তু আমাদের পেশাদারত্ব বাড়েনি।’

শিখা প্রকাশনীর কাজী নাফিজুল ইসলাম একই ব্যাপারে বললেন, ‘এবার মেলা অনেক বড় হয়ে গেছে। মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে। সব স্টলে ঢুঁ মারতে পারছে না। এ কারণেও বিক্রি কম হতে পারে।’

প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে এসে জানা গেল, মাসরুর আরেফিনের আলথুসার উপন্যাসের প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। দ্বিতীয় মুদ্রণ এসেছে। গতকাল প্রথমায় নতুন এসেছে শরিফুল ইসলাম ভূঁইয়ার বাগানবাড়ির ভয়াল রাত, দন্ত্যস রওশনের কুড়িয়ে পাওয়া এলিয়েন, শওকত আলীর সাক্ষাৎ আর মার্জনার গল্প, নিশাত সুলতানার ডিজিটাল দৈত্য ও রিমির আশ্চর্য পেনসিল বক্স

প্রথমা এনেছে শাহীন আখতারের ভালোবাসার পরিধি, হাসনাত আবদুল হাইয়ের কলকাতা রানাঘাট এসেছে অন্যপ্রকাশ থেকে, কথাপ্রকাশ থেকে এসেছে রাজীব সরকারের উগ্রবাদ, ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ, আগামী এনেছে মোহাম্মদ হাননানেরশতাব্দীর বঙ্গবন্ধু