'মুদ্রিত রোদের পৃষ্ঠা'য় সাড়া

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ বেরিয়েছে কবি মনিরুল মোমেন-এর কাব্যগ্রন্থ ‘মুদ্রিত রোদের পৃষ্ঠা’। এখন পর্যন্ত এটি বেহুলা বাংলা প্রকাশনের সর্বাধিক বিক্রীত কবিতার বই।

সম্প্রতি বেহুলা বাংলার স্টলের সামনে গিয়ে দেখা যায়, উৎসুক পাঠকেরা আগ্রহের সঙ্গে বইটি কিনছেন। কয়েকজন পাঠক-ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কবিতার বিষয়বৈচিত্র্য, সহজবোধ্য ও শব্দের নান্দনিক প্রয়োগের কারণে ‘মুদ্রিত রোদের পৃষ্ঠা’ বইটির প্রতি তাদের আগ্রহ বেড়েছে।

বেহুলা বাংলা প্রকাশনের বিক্রয় প্রতিনিধিরা জানান, তাদের স্টলে অধিকাংশই কবিতার বই। দেশ বিদেশের প্রায় শতাধিক কবির বই রয়েছে তাদের। কবিতার বইগুলোর মধ্যে কবি মনিরুল মোমেন-এর ‘মুদ্রিত রোদের পৃষ্ঠা’ বইটি বিক্রি হচ্ছে বেশি।

বইটির সাড়া সম্পর্কে জানতে চাইলে কবি মনিরুল মোমেন বলেন, কবিরা বই বিক্রির কথা ভাবেন না। কবিতা কোনো বাণিজ্যিক সওদা নয়। তবু উপন্যাস, সায়েন্স ফিকশনের যুগে একটি কবিতার বইয়ের দিকে পাঠকের নজর পড়েছে, এটা আমরা যারা কবিতা লিখি, তাদের জন্য সুখকর।

বেহুলা বাংলা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন জাহেদ রবিন। ক্রয়মূল্য ১৫০ টাকা।