ওয়াকফ সম্পত্তি বিক্রির ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

বগুড়ায় ওয়াকফ সম্পত্তি বিক্রির প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মোতোয়ালি মাইনুল করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদী হয়ে দুদক আইনে মামলাটি করেন।

মাইনুল বর্তমানে রাজধানীর পূর্ব মেরুল প্রগতি সরণি এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি বগুড়ার হাফিজ উদ্দিন খন্দকারের ওয়াকফ এস্টেটের মোতোয়ালি হিসেবে তাঁর দৌহিত্র মাইনুল করিম নিয়োগ পান। তিনি দায়িত্ব পাওয়ার পর ওয়াকফভুক্ত বগুড়া শহরের সূত্রাপুর মৌজার ৫৬ শতক জমি বিক্রির জন্য ওয়াকফ প্রশাসক ২০১৬ সালের ১৯ জুন অনুমোদন দেন। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ৪৫ শতক জমি ৩ কোটি ২০ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয় হাসান জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম শাফিকুল হাসানের কাছে। কিন্তু জমি বিক্রির অর্থ তহবিলে জমা করা হয়নি। প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে নেমে সত্যতা পায় দুদক। এ ঘটনায় মাইনুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়।