রূপগঞ্জে ইমামকে হত্যার দায়ে যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমাম আব্দুল মজিদ হত্যা মামলার রায়ে জহিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম (৩৮) রূপগঞ্জ উপজেলার হিরনাল মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ দেওয়ান রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের মাঝিপাড়া মাটির জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালের ২৬ মে রাত সাড়ে ৮ টার দিকে আসামি মসজিদের ভেতরে গিয়ে ইমামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ইমামের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে বলেন, মসজিদের দান বাক্সের টাকা নিয়ে মাদক সেবনসহ সন্ত্রাসী কাজে ব্যবহার করত জহিরুল। বিষয়টি ইমাম মসজিদ পরিচালনা কমিটিকে জানানোর হুমকি দেওয়ায় তাঁকে কুপিয়ে জখম করে হত্যা করে।