রাজধানীতে মধ্যরাতে দুর্ঘটনায় দুই নারী মোটরসাইকেল আরোহী নিহত

মহাখালীতে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
মহাখালীতে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুই নারী দুর্ঘটনার শিকার হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বনানী থানা-পুলিশ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে। 

নিহত নারীদের পরিচয় এখনো জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তাঁর নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।

দুর্ঘটনার শিকার ওই মোটরসাইকেলের পেছনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো ছিল বলে জানা গেছে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নিহত নারীদের পরিচয় জানার চেষ্টা চলছে।

উদ্ধার করা পরিচয়পত্র। ছবি: সংগৃহীত
উদ্ধার করা পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

এ দিকে ডেমরা এলাকায় রাতে আলাদা আরেক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ ও আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।