ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় উৎসব শুক্র ও শনিবার

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর জাতীয় উৎসব আগামী শুক্র ও শনিবার (২৮ ও ২৯ ফেব্রুয়ারি) আয়োজিত হতে যাচ্ছে। সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে প্রথম দিনের উৎসব। ১৫টি আঞ্চলিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটায় ভেন্যুতে উপস্থিত হয়ে জাতীয় উৎসবে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ২৯ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল নয়টা থেকে উৎসব শুরু হবে। পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে উৎসব।

‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি’ আয়োজিত এই অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতায় আছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় আছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। সহযোগিতায় থাকছে বন্ধুসভা।

জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে প্রস্তুতি ক্যাম্প। এ বছর সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী সুযোগ পাবে তাইওয়ানে অনুষ্ঠিত ২১তম ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করার। এ ছাড়া পাঁচজন করে সুযোগ পাবে লিথুয়ানিয়াতে অনুষ্ঠেয় ৫১ তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড ও রোমানিয়ায় অনুষ্ঠেয় ইউরোপিয়ান অলিম্পিয়াডে অংশ নেওয়ার।