রাজনৈতিক পরিচয়ে ফায়দা লুটতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী

একটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
একটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে, সেটি সরকার করতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে আমাদের মধ্যে কিছু সুযোগসন্ধানী ঢুকেছে, যারা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। পুরান ঢাকায় যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তারা অনুপ্রবেশকারী ছাড়া অন্য কিছু নয়। যদিও তাদের বহু আগেই বহিষ্কার করা হয়েছে। আমাদের এসব সুযোগসন্ধানীর ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘দেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, যদি সবকিছুতেই না বলার বাতিকটা বিএনপি-জামায়াত পরিহার করতে পারত। মিথ্যা বলার যদি কোনো পুরস্কার থাকত, তাহলে মির্জা ফখরুল সাহেব সেখানে প্রথম পুরস্কার পেতেন। সবকিছুতে না বলা, সুন্দর করে গুছিয়ে মিথ্যাটাকে সত্য হিসেবে পরিবেশন করা, এই যে কাজ প্রতিনিয়ত তাঁরা করে যাচ্ছেন, তা বিস্ময়কর।’

দেশের উন্নতি পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, সেটি এখন ২০০০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে।’ বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মানুষকে বিভিন্ন সময় তারা জিম্মি করেছে। শুধু তা–ই নয়, জিম্মি করে দিনের পর দিন অবরোধ ডেকে মানুষের ওপর আবার পেট্রলবোমা নিক্ষেপ করেছে। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করার এই বীভৎসতা কোনো দেশে ঘটেনি। কিন্তু রাজনৈতিক কারণে, ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা তাদের নেতা-নেত্রীকে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য এ ধরনের সহিংসতা সমসাময়িক পৃথিবীর কোথাও হয়নি। যেটি বিএনপি করেছে।’

প্রকাশক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।