কোটি টাকার সোনা পাচার মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় কোটি টাকা মূল্যের সোনা পাচার মামলায় বাবু মিয়া (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ এপ্রিল বিজিবি-৬ এর একটি বিশেষ টহল দল গোপন সূত্রে খবর পেয়ে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর এলাকা থেকে ২৭২ ভরি আট আনা ওজনের সোনার বার ও মোটরসাইকেলসহ আটক করে। জব্দ করা সোনার দাম এক কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩ টাকা।

বিজিবির জিজ্ঞাসাবাদে পাচারকারী বাবু মিয়া জানান, সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ওই ঘটনায় বিজিবির নায়েব সুবেদার তোতা মিয়া বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার পরিদর্শক জিএম ইমদাদুল হক আসামি বাবু মিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।