ফুলকপির পাশাপাশি চাষ হচ্ছে ব্রকলিও

>শীতের সময় নানা ধরনের সবজি পাওয়া যায় বাজারে। এমন একটি সবজি ব্রকলি। ব্রকলি মূলত বিদেশি সবজি, তবে পুষ্টিগুণে ভরপুর সবজিটি স্বাদে মন্দ নয়। কৃষকেরা ফুলকপির পাশাপাশি চাষ করছেন এই সবজি। দিন দিন বাড়ছে ব্রকলির চাহিদা। স্থানীয় অনেক কৃষকের কাছে এটি সবুজ ফুলকপি নামে পরিচিত। ফুলকপির মতোই বিভিন্নভাবে খাওয়া যায় সবজিটি। শীত শেষ হলেও কিছু জমিতে এখনো দেখা মেলে ব্রকলির। পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা ছবি নিয়ে আজকের ছবির গল্প।
১ / ৭
জমিতে পূর্ণাঙ্গ ব্রকলি
জমিতে পূর্ণাঙ্গ ব্রকলি
২ / ৭
শেষ মুহূর্তের ব্রকলি তুলছেন কৃষক
শেষ মুহূর্তের ব্রকলি তুলছেন কৃষক
৩ / ৭
আবাদ ভালো হওয়ায় হাস্যোজ্জ্বল কৃষক
আবাদ ভালো হওয়ায় হাস্যোজ্জ্বল কৃষক
৪ / ৭
খেত থেকে বস্তায় ভরা হচ্ছে ফসল
খেত থেকে বস্তায় ভরা হচ্ছে ফসল
৫ / ৭
বস্তায় ভরে এই ব্রকলি নেওয়া হবে দেশের বিভিন্ন জেলায়
বস্তায় ভরে এই ব্রকলি নেওয়া হবে দেশের বিভিন্ন জেলায়
৬ / ৭
ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে ব্রকলির বস্তা
ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে ব্রকলির বস্তা
৭ / ৭
বাজারে সবজির দোকানে বিক্রির জন্য রাখা ব্রকলি
বাজারে সবজির দোকানে বিক্রির জন্য রাখা ব্রকলি