বিদ্যুতের দাম ফের বাড়ল

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বা ৩৬ পয়সা বাড়িয়েছে। পাইকারি পর্যায়ে গড়ে বাড়ানো হয়েছে ৪০ পয়সা বা ৮ দশমিক ৪ শতাংশ।

নতুন দাম আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল তাঁর কার্যালয়ে এ ঘোষণা দেন।

বিদ্যুতের খুচরা মূল্য প্রতি কিলোওয়াট ঘণ্টা ৬ দশমিক ৭৭ টাকা ইউনিট থেকে বাড়িয়ে ৭ দশমিক ১৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৪ দশমিক ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ১৭ টাকা করা হয়েছে।

সর্বশেষ ২০১৭ সালের নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানো হয়। যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। ওই সময় সারা দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ; প্রতি ইউনিটে গড়ে ৩৫ পয়সা।