ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। ছবি: সংগৃহীত
ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের দেখতে ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে যান ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।

অধ্যক্ষ নেহাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি একটি মিটিংয়ে ছিলাম। খবর শুনে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। দেখলাম, আমার কলেজের পাঁচ ছাত্র আহত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। আর তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আরেকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম, কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ছুরিকাঘাত করে। বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের সহপাঠীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এর মধ্যে নিহালের পিঠে ও পায়ে এবং সোয়াতের পেটে ছুরির আঘাত রয়েছে। এ দুজনের অবস্থা গুরুতর। আর অন্যদের হাতে, পায়ে ছুরির আঘাত রয়েছে।