১১ দেশে ইলিশ, বাংলাদেশ শীর্ষে

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

পৃথিবীতে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। বাংলাদেশ মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল ও ভোলায় সীমাবদ্ধ নয়। রাজশাহী, রংপুর ও বৃহত্তর সিলেটে বিভিন্ন নদ–নদী ও হাওরে এখন ইলিশ পাওয়া যাচ্ছে।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে কমিটির সদস্য নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।