পাবনায় কাভার্ড ভ্যান-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আজ শুক্রবার ভোর ছয়টায় মধুপুর গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত লোকজনের সবাই মিনি ট্রাকে ছিলেন।

নিহত দুজন হলেন আতাইকুলা থানা এলাকার ভবানীপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও মধুপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

আহত তিনজন হলেন—শরিফউদ্দিন, আবদুল লতিফ ও নাজির হোসেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস পাবনা স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া। তিনি জানান, হতাহত ব্যক্তিরা দৈনিক পণ্য কেনাবেচা করতেন। আজ সকালে তাঁরা পণ্য কেনার জন্য মিনি ট্রাকে করে পাবনা সদর উপজেলার পাইকারি বাজার হাজির হাটে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবদুল হামিদ মারা যান। আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর বাবু হোসেন মারা যান।