রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত: র্যাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম হানিফ মিয়া (৪৮)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে।

র‌্যাব-২-এর ভাষ্য, গতকাল শনিবার মধ্যরাতে রাস্তায় টহলচৌকি বসিয়ে তল্লাশি করছিল র‌্যাব। রাত ১২টার দিকে একটি অটোরিকশা থেকে চারজন নেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হয়। বাকি তিনজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দেয়াল টপকে পালিয়ে যায়। আজ রোববার ভোররাত চারটার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ বলছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলি পাওয়া গেছে। এই চারজন অটোরিকশায় করে ছিনতাই করত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।