আ.লীগের কাছে জনগণের দুঃখ-দুর্দশা কোনো বিষয় না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাছে জনগণের দুঃখ–দুর্দশা কোনো বিষয় না।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

গত সপ্তাহে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতে জনগণের ভোগান্তি হবে না। 

কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তারা তো জনগণের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। জনগণের দুঃখ-দুর্দশা তাদের কাছে কোনো বিষয় না। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা জনগণের কষ্ট বুঝতে পারে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আজকে উনি (ওবায়দুল কাদের) বলছেন, সামান্য। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য কত অসামান্য, তা বোঝার শক্তি তাঁর নেই। তাঁরা এমন জায়গা পৌঁছে গেছেন, যেখানে হাজার হাজার, শত শত কোটি টাকা তাঁদের লোকদের ঘরে পাওয়া যায়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি, করছি। তাঁর অসুস্থতা নিয়ে আমরা উদ্বিগ্ন। দুই বছর ধরে আইনগত ও রাজনৈতিকভাবে মুক্ত করার চেষ্টা করছি।’

খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই খালেদাকে তাঁরা মুক্ত করবেন।