ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর তিনজন। রোববার সকালে উপজেলার শানতলা এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন তানিয়া (২৫) ও হাসান (৩৮)। তানিয়া ব্র্যাক ব্যাংকের চূড়ামনকাটি শাখায় কর্মরত ছিলেন। আর হাসানের বাড়ি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যশোরের দিকে আসছিল। অটোরিকশাটি শানতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন প্রতীক (৪০), নজরুল ইসলাম (৫০) ও মনোয়ারা খাতুন (২৪)। তাঁদের মধ্যে মনোয়ারার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।