গ্যাসের ব্যবস্থা করা হবে

>গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে ভোট ২১ মার্চ। এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ধরনের প্রশ্ন নিয়ে আলাদাভাবে তাঁদের মুখোমুখি হয়েছিল প্রথম আলো। আজ প্রথম পর্বে ছাপা হলো আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলসুম ও বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিকের ভাবনা। সাক্ষাৎকার নিয়েছেন শাহাবুল শাহীন

প্রথম আলো: বগুড়া থেকে পলাশবাড়ীর ওপর দিয়ে সাদুল্যাপুরের ধাপেরহাট হয়ে পাইপলাইনে রংপুর ও নীলফামারীতে গ্যাস যাবে। কিন্তু গাইবান্ধায় গ্যাস সরবরাহ হবে না। আপনাদের ভূমিকা কী হবে? 
উম্মে কুলসুম: গাইবান্ধায় গ্যাস সরবরাহের জন্য ঢাকায় মানববন্ধন হয়েছে। সেখানে আমি ছিলাম। সংসদে গেলে এ বিষয়ে প্রস্তাব দেব।
মইনুল হাসান: পলাশবাড়ীর ওপর দিয়ে গ্যাসলাইন গেলে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্যাপুরে সংযোগ দেওয়া সহজ হবে। নির্বাচিত হলে সে ব্যবস্থা নেব।

প্রথম আলো: ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ গাইবান্ধার সীমানায়। এই অংশের সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এতে আহত লোকজনের চিকিৎসার জন্য রংপুর ও বগুড়ায় নিয়ে যেতে হয়। এই বাস্তবতায় সাদুল্যাপুরের ধাপেরহাটে ট্রমা হাসপাতাল নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: উপজেলা পর্যায়ে ট্রমা হাসপাতাল করার সুযোগ নেই। তবে সাংসদ হলে জাতীয় সংসদে প্রস্তাবটি তুলব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝালে হয়তো ট্রমা হাসপাতাল করা যাবে।
মইনুল হাসান: আমি নিজে চিকিৎসক। এই দাবির সঙ্গে একমত। নির্বাচিত হলে ট্রমা হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করব। তবে কোন জায়গায় করব, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে।

প্রথম আলো: মহাসড়কের পাশে হওয়ায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু এটি মাত্র ৫০ শয্যার। রয়েছে জনবল সংকটসহ নানা সমস্যা। সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও ৫০ শয্যার। এ দুটি হাসপাতালের উন্নয়নে কোনো পরিকল্পনা আছে?
উম্মে কুলসুম: দুটিই ১০০ শয্যায় উন্নীত করতে সংসদে প্রস্তাব তুলব। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।
মইনুল হাসান: ১০০ শয্যায় উন্নীত করতে সরকারকে বলব। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাগাদা দিতে থাকব।

প্রথম আলো: যানজট নিরসনের জন্য পলাশবাড়ী শহরে উড়ালসেতু নির্মাণের দাবি উঠেছে। কী পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: উড়াল সেতু করা কোনো ব্যাপার নয়। সেতুমন্ত্রীকে এর গুরুত্ব বোঝাতে পারলে এটা সম্ভব।
মইনুল হাসান: এটা পলাশবাড়ীবাসীর প্রাণের দাবি। আমি বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব।

প্রথম আলো: পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ভবন নির্মিত হলেও চালু হয়নি। কী পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু করব।
মইনুল হাসান: নির্বাচিত হলে প্রথমে এটি চালুর ব্যবস্থা করব।

প্রথম আলো: পলাশবাড়ী উপজেলার অংশে মহাসড়কের ওপর কলার হাট বসে। এতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাও ঘটে। হাটটি সরিয়ে নিতে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: পলাশবাড়ী শহরের অফিসের হাট এলাকায় খাসজমি রয়েছে। সেখানে হাটটি স্থানান্তরের ব্যবস্থা নেব।
মইনুল হাসান: পতিত কিংবা খাস জায়গা থাকলে সেখানে হাটটি স্থানান্তরের পদক্ষেপ নেব।

প্রথম আলো: সাদুল্যাপুরের নলডাঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ বিষয়ে কী ভূমিকা রাখবেন?
উম্মে কুলসুম: বাস্তবায়নের চেষ্টা করব।
মইনুল হাসান: বাস্তবায়ন করার চেষ্টা করব। এ বিষয়ে সরকারি নীতিমালা মেনে ব্যবস্থা নেব।

প্রথম আলো: দীর্ঘদিন ধরে পলাশবাড়ীর ফকিরহাটকে উপজেলায় উন্নীত করার দাবি উঠেছে। এ ব্যাপারে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: নতুন উপজেলা করা সরকারের নীতিনির্ধারণের বিষয়। এ ব্যাপারে মন্তব্য নেই।
মইনুল হাসান: এই বিষয়ে মন্তব্য করছি না।

প্রথম আলো: দীর্ঘদিন ধরে পলাশবাড়ীর হরিণাবাড়ী পুলিশ ফাঁড়িকে থানায় রূপান্তরের আন্দোলন চলছে। এ ব্যাপারে কী ভূমিকা থাকবে?
উম্মে কুলসুম: নতুন থানা করার পরিকল্পনা সরকারের আছে কি না, জানি না। নির্বাচিত হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।
মইনুল হাসান: দূরত্বের দিক বিবেচনা করলে ওখানে পূর্ণাঙ্গ থানা হতে পারে। তাই বাস্তবায়নের চেষ্টা করব।

প্রথম আলো: দীর্ঘদিন ধরে সাদুল্যাপুরের বনগ্রাম ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি উঠেছে। এ বিষয়ে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: সাদুল্যাপুরকে পৌরসভায় উন্নীত করার চেষ্টার ঘাটতি থাকবে না। নির্বাচিত হলে পৌরসভাও হয়ে যাবে।
মইনুল হাসান: আমার বাড়ি সাদুল্যাপুরে। এটা আমার নিজের দাবি। অবশ্যই পদক্ষেপ নেব।

প্রথম আলো: সাদুল্যাপুর শহর থেকে ধাপেরহাটে যাওয়ার রাস্তাটি অনেক সরু। এটি প্রশস্ত করতে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: উদ্যোগ নেব। এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলব।
মইনুল হাসান: পদক্ষেপ নেব।

প্রথম আলো: দুই উপজেলায়ই এক ইউনিয়নের সঙ্গে আরেক ইউনিয়নের সড়ক যোগাযোগের ব্যবস্থা ভালো নয়। বেশির ভাগ সড়ক কাঁচা। সড়কের উন্নয়নে পদক্ষেপ কী হবে?
উম্মে কুলসুম: সম্প্রতি এলজিইডি দেশের সব রাস্তা পাকা করার পরিকল্পনা করেছে। এটা বাস্তবায়িত হলে দুই উপজেলার রাস্তাঘাটও পাকা হবে। তারপর আমিও চেষ্টা করব।
মইনুল হাসান: আগের সাংসদের আমলে রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন প্রয়োজন। আমি আগের সাংসদের অসমাপ্ত কাজ করব।

প্রথম আলো: সাদুল্যাপুর থেকে রংপুরে সরাসরি বাস সার্ভিস চালুর ব্যাপারে পদক্ষেপ নেবেন?
উম্মে কুলসুম: এটা বড় সমস্যা নয়। নির্বাচিত হলে বিআরটিসির চেয়ারম্যানকে বলে সাদুল্যাপুর-রংপুর এমনকি পলাশবাড়ী থেকেও রংপুরে বিআরটিসির বাস চলাচলের ব্যবস্থা করব।
মইনুল হাসান: সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বাস সার্ভিস অবশ্যই চালু হবে। তারপরও আমি সাংসদ হলে সাদুল্যাপুর-রংপুর সরাসরি বাস চলাচলের ব্যবস্থা করব।