কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত: পুলিশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোলাপনগর গ্রামের পদ্মানদী সংলগ্ন মনি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

পুলিশের দাবি, নিহত মোহনের বাড়ি দৌলতপুর উপজেলার দৌলতখালী পশ্চিমপাড়া এলাকায়। তিনি ডাকাত দলের সদস্য।

ভেড়ামারা থানা-পুলিশ সূত্র জানায়, গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মনি পার্ক এলাকায় সড়কে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে সেখান থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। সকালে স্থানীয়রা জড়ো হয়ে লাশ শনাক্ত করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) গোলাম সবুর প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২টি গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। মোহনের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ অন্তত ১৪টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।