ভারত বিরোধিতার জন্যই বিএনপি মোদির সফর নিয়ে প্রশ্ন তুলছে: তথ্যমন্ত্রী

নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: পিআইডি
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: পিআইডি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভারতবিরোধী রাজনীতির ধারাবাহিকতাতেই মুজিব শতবর্ষে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আসা নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে। আসলে বিএনপির মূল রাজনীতিই হচ্ছে ভারত বিরোধিতা। ভারতবিরোধী রাজনীতি তাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাই এর ধারাবাহিকতা রক্ষার জন্যই মির্জা ফখরুল ইসলাম এসব অবান্তর প্রশ্ন তুলছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের প্রশ্ন তোলার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে একটি হচ্ছে তাদের ভারতবিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করা, আর একটি হচ্ছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, তার উসকানি দেওয়া। আমি আশা করব তারা এই পথ পরিহার করবে।’

গতকাল সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন। তিনি এ বিষয়টি নিয়ে সরকারের চিন্তা করা উচিত বলে মনে করেন। ফখরুল বলেন, ‘দিল্লিতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হলো, তখন মোদি আসছেন আমাদের দেশে। অভিযোগ আছে, এ দাঙ্গার সঙ্গে মোদির দল জড়িত। এই সময়ে বাংলাদেশে আসাটা কতটুকু শোভনীয় হচ্ছে, সেটা অবশ্যই চিন্তা করা উচিত।’