উল্টো পথে মোটরসাইকেল, বাসের চাপায় নিহত ২

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: প্রথম আলো
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বেলা একটার দিকে মহাসড়কের মাহমুদাবাদ এলাকার জমজম অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রায়পুরার খাগচর এলাকার তোফাজ্জল হোসেন (৪২) ও শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের আলমগীর খন্দকার (৩৬)। তাঁরা মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। মোটরসাইকেলের চালক দ্রুতবেগে মহাসড়কের উল্টো পাশে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী তোফাজ্জল হোসেন ও আলমগীর খন্দকার নিহত হন। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ গিয়ে যাত্রীবাহী বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম বলেন, ভৈরবগামী মোটরসাইকেলটি মহাসড়কের বাঁ দিকে না থেকে দ্রুতগতিতে ডান দিকে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।