নিখোঁজের এক সপ্তাহ পর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিহত মো. ইউনুস। ছবি: সংগৃহীত
নিহত মো. ইউনুস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর বস্তাবন্দী অবস্থায় মো. ইউনুস (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার লেলাং খালের লালপুল সংলগ্ন এলাকা থেকে আজ শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মো. আবুল বশরের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শহীদুল আজম প্রথম আলোকে বলেন, ১ মার্চ সন্ধ্যায় সদরের বিবিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার কিনতে যান ইউনুস। কিন্তু এরপর তিনি আর বের হননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়ায় যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ৩ মার্চ তাঁর স্ত্রী জনি আকতার ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ শনিবার দুপুরে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার লেলাং খালের পাড়ে লোকজন দুর্গন্ধ পেয়ে বস্তাবন্দী মাটিচাপা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে ফটিকছড়ি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইউনুসের বাবা আবুল বশর বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার নিরীহ ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে বের করুক। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘লোকজনের কাছে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশে পচন ধরেছে। বস্তাবন্দী এবং মাটিচাপা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। কোনো চক্র তাঁকে হত্যা করে থাকতে পারে। তাঁর পরিবারের অভিযোগও আমরা খতিয়ে দেখছি। সবাইকে জিজ্ঞাসাবাদ করছি।’