আশুগঞ্জ তাপবিদ্যুতে ৭০ বিদেশির আসা নিয়ে সিভিল সার্জনের আপত্তি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসতে ইচ্ছুক পাঁচ দেশের ৭০ জন বিশেষজ্ঞের ব্যাপারে করোনাভাইরাস আতঙ্কে আপত্তি জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপককে চিঠি দিয়েছেন সিভিল সার্জন শাহ আলম।

জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতা ও সতর্কতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচ দেশের ৭০ জন বিদেশি নাগরিক কাজ করতে আসার সুযোগ চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে বিষয়টি উদ্বেগের। সভায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদেশি নাগরিকদের আগমনে আপত্তি জানানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে সভার পরপর দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়েও একটি আলোচনা সভা হয়। সেখানেও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসতে ইচ্ছুক ৭০ বিশেষজ্ঞের ব্যাপারে আপত্তি তোলা হয়।

২৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মেরামতের জন্য জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭০ সদস্যের বিশেষজ্ঞ একটি প্রতিনিধি দলের আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম সাজ্জাদুর রহমান বলেন, ‘সিভিল সার্জন কার্যালয়ের আপত্তির বিষয়টি আমরা জেনেছি। এখন বাংলাদেশে যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে, সেহেতু প্রতিনিধি দলটিও বাংলাদেশে আসবে কিনা সন্দেহ রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম প্রথম আলোকে বলেন, বিদেশি ওই প্রতিনিধি দলের আগমনের বিষয়ে আপত্তি জানিয়ে বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের প্রস্তুতি রয়েছে। জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। সেখানে ১০০ রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব।’