প্রতীক পেয়ে মেয়র প্রার্থীদের অঙ্গীকার

প্রতীক পেয়ে সুন্দর, নান্দনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ার অঙ্গীকার করলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন প্রচারে করোনা সচেতনতা চালাবেন বলে জানিয়েছেন।

আজ সোমবার নগরের শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। বরাদ্দের সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। দুই প্রধান মেয়র প্রার্থী পাশাপাশি বসে কুশল বিনিময় করেন। পরে রেজাউলকে দলীয় প্রতীক নৌকা ও শাহাদাতকে বিএনপির ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

রেজাউল বলেন, ‘নৌকা’ ৭০ এর প্রতীক। নির্বাচিত হলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে পরিবেশবান্ধব নান্দনিক চট্টগ্রাম গড়তে কাজ করব।’

শাহাদাত বলেন, আমি নগর পিতা নই, নগরের সেবক হতে চাই। পর্যটন নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলব। প্রচারে করোনা সচেতনতা তৈরি করব। এ জন্য কিছু কৌশল অবলম্বন করব।’ জনগণকে করোনা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।