বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসের প্রভাবে মাস্ক কেনার হিড়িক পড়েছে কুমিল্লা নগরে। বেশি দামে মাস্ক বিক্রি করায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নগরের কান্দিরপাড় এলাকায় তদারকি কার্যক্রম চালান। এ সময় কান্দিরপাড় মোড়ের চারটি দোকানে ৩৫ থেকে ৫৫ টাকার মাস্ক বিক্রি করা হয় ৮০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। পরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে আড়াই হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক বলেন, ক্রয় ভাউচার দেখে এবং ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যতা প্রমাণিত হওয়ায় ওই জরিমানা করা হয়।