যাত্রাবাড়ীতে আগুনে প্রায় ৫০ ঘর পুড়ে ছাই

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর এলাকার মাদবর রোডে ৪০ থেকে ৫০টি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার পর এই আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজমুজ্জামান বলেন, যাত্রাবাড়ী এলাকার গোবিন্দপুরে আগুন লাগার খবর তাঁরা পান বেলা ১১টা ৬ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার কোনো খবর তাঁরা জানতে পারেননি।

স্থানীয় বাসিন্দা নোমান মিয়া বলেন, গোবিন্দপুরের যে রাস্তায় আগুন লেগেছে, সেটি মাতবরবাড়ির রোড নামে পরিচিত। মোখলেছ মাতব্বর নামের এক ব্যক্তির মালিকানাধীন টিনের ঘরগুলোয় আগুন লেগেছে। এসব ঘরে শতাধিক লোক বসবাস করত।

রাজধানীতে যাত্রাবাড়ীর গোবিন্দপুরে আগুনে ৪০ থেকে ৫০ টি ঘর পুড়ে  ছাই। ছবি: আসাদুজ্জামান
রাজধানীতে যাত্রাবাড়ীর গোবিন্দপুরে আগুনে ৪০ থেকে ৫০ টি ঘর পুড়ে ছাই। ছবি: আসাদুজ্জামান

ঘটনাস্থল থেকে শাহ আলম নামের এক ব্যক্তি জানান, এখানে আগুন লেগেছে সকাল সাড়ে ১০টার দিকে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলীতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। আশপাশে জড়ো হয়শতাধিক মানুষ। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, টিনের তৈরি ৪০ থেকে ৫০টি ঘর পুড়ে ছাই হয়েছে।