কাঠবিড়ালির ছুটে বেড়ানো

কাঠবিড়ালি ছোট ও মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। কাঠবিড়ালির সামনের দুটো পা ছোট ও পেছনের দুটো পা বড় হওয়ায় লাফ দিতে পারে। বাংলাদেশে আট প্রজাতির কাঠবিড়াল দেখা যায়। এদের মধ্যে পাঁচডোরা কাঠবিড়ালি ও তিনডোরা কাঠবিড়ালি মানুষের সংস্পর্শে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাসুবিহারের কাঠবিড়ালির ছুটে বেড়ানো নিয়ে ছবির গল্প

১ / ৭
খাবারের খোঁজে বেড়ানো
খাবারের খোঁজে বেড়ানো
২ / ৭
খাবার পেয়ে খেয়ে নেওয়া
খাবার পেয়ে খেয়ে নেওয়া
৩ / ৭
বিভিন্ন গাছে ছুটে চলা
বিভিন্ন গাছে ছুটে চলা
৪ / ৭
খেজুরগাছে রস খাওয়া
খেজুরগাছে রস খাওয়া
৫ / ৭
দল বেঁধে খেজুরের রস খাওয়া
দল বেঁধে খেজুরের রস খাওয়া
৬ / ৭
মনের আনন্দে রসের স্বাদ গ্রহণ করা
মনের আনন্দে রসের স্বাদ গ্রহণ করা
৭ / ৭
উঁচু গাছ থেকে নেমে আসা
উঁচু গাছ থেকে নেমে আসা