'হোম কোয়ারেন্টাইনে' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক

ইতালি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পর এক শিক্ষককে ১৫ দিনের জন্য নিজ বাসায় থাকার (হোম কোয়ারেন্টাইন) পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব।

এই কর্মকর্তা বলেন, ইতালি থেকে ফেরা ওই শিক্ষককে ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। তাঁকে কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে ইতালিতে ওই শিক্ষক পিএইচডি করেছেন। ৫ মার্চ ইতালি থেকে আসার পর ওই শিক্ষকের স্বাস্থ্যপরীক্ষা ঠিকমতো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই তাঁকে নিজের বাসায় থাকতে বলা হয়েছে।